Ticker

6/recent/ticker-posts

অ্যালভিওলাস কী? অ্যালভিওলাসের গঠন ও কাজ

আসসালামু আলাইকুম!আমরা যে প্রতিনিয়ত শ্বাস-প্রশ্বাস নিচ্ছি তার অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস।ফুসফুস সংখ্যায় দুইটি এবং হালকা গোলাপী রঙের স্পঞ্জের মতো নরম অঙ্গ।আর এই ফুসফুসের কার্যকরী একক হলো অ্যালভিওলাস।এই আর্টিকেলে অ্যালভিওলাস কী? এবং অ্যালভিওলাসের গঠন ও কাজের বর্ণনা নিয়ে বিস্তারিত লিখা হয়েছে।আশা করি পুরো আর্টিকেলটি পড়লে আপনি অ্যালভিওলাস সম্পর্কে ভালো জানতে পারবেন।


অ্যালভিওলাস কী? অ্যালভিওলাসের গঠন ও কাজের বর্ণনা
অ্যালভিওলাসের গঠন ও কাজ


অ্যালভিওলাস কী?


ফুসফুসে স্কোয়ামাস এপিথেলিয়াল কোষে গঠিত ও কৈশিক জালিকাসমৃদ্ধ প্রকোষ্ঠের মতো গ্যাসীয় বিনিময় তলই হলো অ্যালভিওলাস।ফুসফুসের কার্যকরী একক হলো অ্যালভিওলাস।



অ্যালভিওলাসের গঠন:


১.ফুসফুসের কার্যকরী একক হলো অ্যালভিওলাস। অ্যালভিওলাস অত্যন্ত ক্ষুদ্র আকৃতির বুদবুদ সদৃশ এক প্রকার বায়ুথলি এবং গ্যাস বিনিময়ের তল গঠন করে।


২.বয়সের উপর নির্ভর করে মানবদেহে অ্যালভিওলাসের সংখ্যার পার্থক্য হতে পারে। নবজাতক শিশুর ফুসফুসে মাত্র ২০ মিলিয়ন অ্যালভিওলাই(বহুবচন) থাকে, যা ৮ বছরে এ সংখ্যা ৩০০ মিলিয়ন হয়। অন্যদিকে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুটি ফুসফুসে থাকে প্রায় ৪৮০ মিলিয়ন। অ্যালভিওলাইয়ের সংখ্যা ফুসফুসের আকাড়ের উপর নির্ভরশীল। 


৩.অ্যালভিওলাসের ব্যাস ০.২ মিলিমিটার এবং প্রাচীর মাত্র ০.২ মাইক্রোমিটার পুরু।


৪.অ্যালভিওলাসের বাইরের দিকে প্রচুর পরিমাণে কৈশিকজালিকা নিবিড়ভাবে অবস্থান করে।


৫.অ্যালভিওলাস পালমোনারি ধমনি থেকে উৎপন্ন হয়ে পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে।


৬.অ্যালভিওলাসের প্রাচীর অত্যন্ত পাতলা, চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ দ্বারা গঠিত। যার ফলে সহজেই গ্যাসের ব্যাপন ঘটাতে পারে।


৭.অ্যালভিওলাসের প্রাচীর ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। ম্যাক্রোফেজ অণুজীব ও অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে।


৮.অ্যালভিওলাসের প্রাচীরে কোলাজেন ও স্থিতিস্থাপক সূত্রক থাকে।এ স্থিতিস্থাপক সূত্রের জন্য নিঃশ্বাস-প্রশ্বাসের সময় অ্যালভিওলাস সহজেই প্রসারিত হতে পারে এবং আগের অবস্থায় ফিরে আসে।


৯.অ্যালভিওলাসের প্রাচীরে কিছু বিশেষ কোষ,প্রাচীরের অন্তঃতলে ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে।এ পদার্থকে সারফ্যাকট্যান্ট বলে।


১০.সারফ্যাকট্যান্ট অ্যালভিওলাসে পৃষ্টটান হ্রাস করে এবং অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে।




অ্যালভিওলাসের কাজ:


১.অ্যালভিওলাস শ্বসন গ্যাস অর্থাৎ, অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড বিনিময়ের স্থান।


২.অ্যালভিওলাসের ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ অণুজীব ও অন্যান্য বহিরাগত কণা ধ্বংস করে।


.অ্যালভিওলাসের সারফ্যাকট্যান্ট ফুসফুসের পৃষ্টটান হ্রাস করে এবং ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে।


.সারফ্যাকট্যান্ট বিহীন ফুসফুস যথাযথ কাজ করতে পারে না।


৫.ফুসফুসের কার্যকরী একক হলো অ্যালভিওলাস।



আশা করি আপনি পুরো আর্টিকেলটি পড়েছেন এবং অ্যালভিওলাস সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন।আর্টিকেলটি কেমন হয়েছে বা আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন।এরকম আরও র্আটিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।