Ticker

6/recent/ticker-posts

পরিবেশ রসায়ন ৫০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

আসসালামু আলাইকুম! প্রিয় শিক্ষার্থী উক্ত আর্টিকেলটি পড়ার মাধ্যমে পরীক্ষার সেরা প্রস্তুতির নিশ্চয়তায় পরিবেশ রসায়নের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শিখে নিতে পারবে।


পরিবেশ রসায়নের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
পরিবেশ রসায়নের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


রিবেশ রসায়ন ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | এইচএসসি রসায়ন ২য় পত্র।


প্রশ্ন ১। বয়েলের সূত্র বিবৃত কর।

উত্তর: বয়েলের সূত্রটি হলো- স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ঐ গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক।


প্রশ্ন ২। বয়েল তাপমাত্রা কাকে বলে?

উত্তর : যে তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ বৃদ্ধির ফলে PV এর পরিবর্তন হয় না, অর্থাৎ PV এর মান ধ্রুবক থাকে, সেই তাপমাত্রাকে বয়েল তাপমাত্রা বলে।


প্রশ্ন ৩। পরমশূন্য তাপমাত্রা কাকে বলে?

উত্তর: যে তাপমাত্রায় চার্লস বা গে-লুসাকের সূত্রানুসারে গ্যাসের আয়তনের বিলুপ্তি ঘটে অর্থাৎ আয়তন শূন্য হয়ে যায়, সে তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলে।


প্রশ্ন ৪। সন্ধি তাপমাত্রা কাকে বলে?

উত্তর: সর্বোচ্চ যে তাপমাত্রায় কোনো গ্যাসের উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তাকে ঐ গ্যাসের সংকট বা সন্ধি তাপমাত্রা বলে।


প্রশ্ন ৫। বাস্তব গ্যাস কখন বয়েলের সূত্র মেনে চলে?

উত্তর : উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে।


প্রশ্ন ৬। সংকট তাপমাত্রা কী?

উত্তর: সর্বোচ্চ যে তাপমাত্রায় কোনো গ্যাসের উপর শুধুমাত্র চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় তাকে ঐ গ্যাসের সংকট তাপমাত্রা বলে।


প্রশ্ন ৭। চার্লসের সূত্রটি লিখ।

উত্তর: চার্লসের সূত্রটি হলো: স্থিরচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক।


প্রশ্ন ৮। STP কী?

উত্তর: STP এর পূর্ণরূপ হচ্ছে- Standard Temperature and Pressure। এ পদ্ধতিতে তাপমাত্রা 0°C বা 273 K ও চাপ 1 atm বা 101.325 kPa ধরা হয়।


প্রশ্ন ৯। SATP এর পূর্ণরূপ কী?

উত্তর: SATP এর পূর্ণরূপ Standard Ambient Temperature and Pressure. এটি এমন একটি পদ্ধতি বুঝায় যেখানে আয়তন 24.789 L mol-1; চাপ 102 kPa এবং তাপমাত্রা 25 °C ধরা হয়।


প্রশ্ন ১০। SATP কাকে বলে?

উত্তর: SATP (Standard Ambient Temperature and Pressure) বলতে এমন একটি পদ্ধতি বুঝায় যেখানে আয়তন 24.789 L mol-1, চাপ 102 kPa এবং তাপমাত্রা 25 °C ধরা হয়।


প্রশ্ন ১১। অ্যাভোগেড্রোর সংখ্যা কী?

উত্তর: কোনো মৌলিক বা যৌগিক পদার্থের। মোলে যত সংখ্যক পরমাণু বা অণু বিদ্যমান থাকে সে সংখ্যাকে অ্যাভোগেড্রোর সংখ্যা বলে। অ্যাভোগেড্রো সংখ্যার মান 6.023 × 10^23


প্রশ্ন ১২। SI এককে R এর মান কত?

উত্তর: SI এককে R এর মান 8.314 JK-1mol-1.


প্রশ্ন ১৩। RMS বেগ কী?

ত্তর: কোনো গ্যাস অণুসমূহের বেগের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় RMS (Root Mean Square) বেগ।


প্রশ্ন ১৪। মোলার গ্যাস ধ্রুবক কী?

উত্তর: আদর্শ গ্যাস সমীকরণ (PV=nRT) মতে এক মোল গ্যাসের জন্য R এর মান সমান হয়। এজন্য R কে মোলার গ্যাস ধ্রুবক বলে।


প্রশ্ন ১৫। আংশিক চাপ কাকে বলে?

উত্তর: কোনো গ্যাস মিশ্রণের উপাদানসমূহের যে কোনো একটিকে মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের সমান আয়তনে একাকী আবদ্ধ করতে যে চাপের প্রয়োজন হয় তাকে মিশ্রণে ঐ উপাদানের আংশিক চাপ বলে।


প্রশ্ন ১৬। মোল ভগ্নাংশ কী?

উত্তর: মোল ভগ্নাংশ হলো কোনো মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে ঐ মিশ্রণে উপস্থিত মোট মোল সংখ্যার অনুপাত।


প্রশ্ন ১৭। সমচাপ রেখা কাকে বলে?

উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন (V) বনাম তাপমাত্রা (T) এর লেখচিত্র মূলবিন্দু দিয়ে যাওয়া সরলরেখা হয়; বিভিন্ন স্থির চাপের এসব লেখকে সমচাপ লেখ বলে।


প্রশ্ন ১৮। ব্যাপন কী?

উত্তর: উচ্চ ঘনত্বের স্থান হতে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে।


প্রশ্ন ১৯। অণুব্যাপন কী?

উত্তর: বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে অণুব্যাপন বা নিঃসরণ বলে।


প্রশ্ন ২০। নিঃসরণ কী?

উত্তর: বাহ্যিক চাপের প্রভাবে সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে বের হয়ে আসাকে অণুব্যাপন বা নিঃসরণ বলে।


প্রশ্ন ২১। গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখ।

উত্তর: গ্রাহামের ব্যাপন সূত্রটি হলো- "নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক।"


প্রশ্ন ২২। আদর্শ গ্যাস কাকে বলে?

উত্তর: যেসব গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে গ্যাসের সূত্রসমূহ যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র যথাযথভাবে মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়।


প্রশ্ন ২৩। অর্ধবিক্রিয়া কী?

উত্তর: জারক কর্তৃক ইলেকট্রন গ্রহণ বা বিজারক কর্তৃক ইলেকট্রন ত্যাগের প্রক্রিয়াই হচ্ছে অর্ধবিক্রিয়া।


প্রশ্ন ২৪। বিজারণ অর্ধবিক্রিয়া কী?

উত্তর: রিডক্স বিক্রিয়ার যে অংশে বিজারণ ঘটে তাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলে।


প্রশ্ন ২৫। অসামঞ্জস্য বিক্রিয়া কী?

উত্তর: যে বিক্রিয়ায় একই পদার্থের যুগপৎ জারণ ও বিজারণ ঘটে তাকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে।


প্রশ্ন ২৬। নির্দেশক কী?

উত্তর: টাইট্রেশনকালে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ধারণের জন্য কনিকেল ফ্লাস্কের দ্রবণে এমন একটি জৈব যৌগ যোগ করা হয়, বিক্রিয়ার সমাপ্তি বিন্দুতে যার সুস্পষ্ট বর্ণ পরিবর্তন ঘটে, সে জৈব যৌগই নির্দেশক।


প্রশ্ন ২৭। অম্ল-ক্ষার নির্দেশক কী?

উত্তর: এসিড-ক্ষার বিক্রিয়ার প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু জানার জন্য যেসব যৌগ ব্যবহৃত হয় তাদেরকে অম্ল-ক্ষার নির্দেশক বলে।


প্রশ্ন ২৮। মিথাইল অরেঞ্জের pH পরিসর কত?

উত্তর: মিথাইল অরেঞ্জের pH পরিসর 3.1-4.41


প্রশ্ন ২৯| উপযুক্ত নির্দেশক কী?

উত্তর: টাইট্রেশনের প্রশমন বিন্দুতে যে নির্দেশক হঠাৎ বর্ণ পরিবর্তন করতে পারে সেটিই ঐ টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক।


প্রশ্ন ৩০। অম্লীয় মাধ্যমে মিথাইল বেড কোন বর্ণ ধারণ করে?

উত্তর: অম্লীয় মাধ্যমে মিথাইল রেড লাল বর্ণ ধারণ করে।


প্রশ্ন ৩১। মিথাইল অরেঞ্জের pH পরিসর কত?

উত্তর: মিথাইল অরেঞ্জের pH পরিসর 3.1-4.41


প্রশ্ন ৩২। মোলার দ্রবণ কী?

উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রবের এক মোল পরিমাণ দ্রবীভূত থাকলে সে দ্রবণই ঐ দ্রবের মোলার দ্রবণ।


প্রশ্ন ৩৩। সেমিমোলার দ্রবণ কী?

উত্তর: প্রতি লিটার দ্রবণে অর্ধমোল দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে ঐ দ্রবের সেমিমোলার দ্রবণ বলে।


প্রশ্ন ৩৪। SATP-এ মোলার আয়তন কত?

উত্তর: SATP-এ মোলার আয়তন 24.789 L.


প্রশ্ন ৩৫। প্রমাণ দ্রবণ কী?

উত্তর: প্রমাণ দ্রবণ হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের নির্দিষ্ট পরিমাণ যুক্ত দ্রবণ।


প্রশ্ন ৩৬। পানির স্থায়ী খরতা কাকে বলে?

উত্তর: পানিতে Ca2+, Mg2+ ও Fe2+ আয়নের ক্লোরাইড ও সালফেট অধিক পরিমাণে দ্রবীভূত থাকলে তখন তাকে পানির স্থায়ী ক্ষরতা বলে।


প্রশ্ন ৩৭। COD কাকে বলে?

উত্তর: বর্জ্য পানির নমুনার বিয়োজনযোগ্য ও অযোগ্য জৈব দূষকসমূহের যে অংশ এসিডীয় K2Cr2O7, কর্তৃক জারণের প্রতি - সংবেদনশীল সে অংশকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বলে।


প্রশ্ন ৩৮। BOD কাকে বলে?

উত্তর: BOD (Biological Oxygen Demand) হলো mg/L এ প্রকাশিত দ্রবীভূত অক্সিজেন (DO) যা জৈব যৌগ ভাঙনের সময় জৈব রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত হয়।


প্রশ্ন ৩৯। পানীয় জল হিসেবে ব্যবহৃত নিরাপদ পানির BOD মান কত?

উত্তর: পানীয় জল হিসেবে ব্যবহৃত নিরাপদ পানির  BOD মান 1-2 mgL-1 হওয়া উচিত।


প্রশ্ন ৪০। শিল্পবর্জ্যের পানিতে BOD মান কত?

ত্তর: শিল্প বর্জ্যের পানিতে BOD এর মান 1000-1200 ppm.


প্রশ্ন ৪১। পানির DO কাকে বলে?

উত্তর: নমুনা পানির অক্সিজেন সম্পৃক্তকরণে ঐ পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ঐ পানির DO বলা হয়।


প্রশ্ন ৪২। TDS কী?

উত্তর: TDS (Total Dissolved Solid) হলো- কোনো নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থ।


প্রশ্ন ৪৩। মিঠা পানি কাকে বলে?

উত্তর: যে পানিতে অতি সামান্য পরিমাণে দূষিত পদার্থ দ্রবীভূত থাকে সেই পানিকে মিঠা পানি বলে।


প্রশ্ন ৪৪। খর পানি কাকে বলে?

উত্তর: মিঠা পানিতে পর্যাপ্ত পরিমাণে Ca2+, Mg2+ ও Fe2+ আয়ন দ্রবীভূত থাকলে ঐ পানিকে খর পানি বলে।


প্রশ্ন ৪৫। বিশুদ্ধ পানির ঘনত্ব কত?

উত্তর: বিশুদ্ধ পানির ঘনত্ব 1.0 g/mL।


প্রশ্ন ৪৬। দূষক কাকে বলে?

উত্তর: পরিবেশ দূষণের জন্য যে সমস্ত জিনিষ বা পদার্থ দায়ী তাদেরকে দূষক বলা হয়।


প্রশ্ন ৪৭| ট্রেস মৌল কাকে বলে?

উত্তর: পানিতে কিছু কিছু মৌল এমন সূক্ষ্ম পরিমাণে দ্রবীভূত থাকে যে বিশ্লেষণের মাধ্যমে এদের উপস্থিতি শনাক্ত করা গেলেও পরিমাণ নির্ণয় করা যায় না, তাদের ঐ পানির নমুনার ট্রেস মৌল বলা হয়।


প্রশ্ন ৪৮। FGD প্ল্যান্ট কী?

উত্তর: শিল্প কারখানার চিমনি দিয়ে নির্গত SO2 গ্যাস মিশ্রিত ফ্লু- গ্যাসকে চুনাপাথর বা চুনের পানির মিশ্রণে চালনা করিয়ে SO2 কে অপসারণ করা হয়।
FGD=Flue Gas Desulfurization.


প্রশ্ন ৪৯| কার্বোক্যাটায়ন কাকে বলে?

উত্তর: ধনাত্মক চার্জবিশিষ্ট জৈব আয়নসমূহকেই কার্বোক্যাটায়ন বলে।


প্রশ্ন ৫০| TDS কী?

উত্তর: TDS(Total Dissolved Solid)-হলো কোনো নমুনা পানিতে সমস্ত দ্রবীভূত কঠিন পদার্থ।


আরও পড়ুন- পরিমাণগত রসায়ন ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন


তোমরা নিশ্চয়ই এতক্ষণে পুরো আর্টিকেলটি পড়েছ।আজকের এই পরিবেশ রসায়নের জ্ঞানমূলক প্রশ্ন গুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিও।আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং EduRunway ওয়েবসাইটের পাশেই থেকো!